কোপা আমেরিকায় কে পেল কত টাকা

চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা পাচ্ছে সর্বোচ্চ ৬৫ লাখ ডলার

কোপা আমেরিকায় কে পেল কত টাকা
ছবি: সংগৃহীত

নিউজডোর স্পোর্টস ডেস্ক ♦ ২৮ বছর পর কোনও শিরোপা জিতল আর্জেটাইন ফুটবলাররা। তাও আবার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে। দেশের হয়ে প্রথম কোনও শিরোপা জিতলেন ৩৪ বছর বয়সী লিওনেল মেসি। ১৯৯৩ সালের পর প্রথম কোনও ট্রফি ঘরে নিচ্ছে আর্জেন্টিনা।

ফাইনাল হওয়ার আগেই ব্যক্তিগত দুটি অর্জন লুফে নেয়ে মেসি। ফাইনালসহ মোট খেলেছেন ৭টি ম্যাচ। এর মধ্যে ৫টিতেই ম্যাচ সেরা এলএম১০। গোল করেছে সর্বোচ্চ চারটি। অ্যাসিস্ট ৫টি গোলে।

সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বল এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল পান মেসি। সেরা গোলরক্ষক নির্বাচিত হলেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। সাত ম্যাচের চারটিতেই বলকে জালের সাথে জড়াতে দেননি। মার্তিনেজ পেলেন গোল্ডেন গ্লাভস।

ফাইনালে ম্যাচসেরার পুরস্কারটিকে নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড ডি মারিয়া।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা পাচ্ছে সর্বোচ্চ ৬৫ লাখ ডলার, যা বাংলাদেশের অর্থে প্রায় ৫৫ কোটি টাকা। রানার্স আপ হিসেবে ব্রাজিল পাচ্ছে ৩৫ লাখ ডলার, বাংলাদেশি প্রায় ৩০ কোটি টাকা।

এছাড়াও তৃতীয় স্থান অর্জনকারী কলম্বিয়া পেল ৩০ লাখ ইউরো, বাংলাদেশি ২৫ কোটি ৫০ লাখ টাকা। চতুর্থ স্থান অর্জনকারী দল পেরু পেল ২১  কোটি টাকা।

এছাড়া (ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে, চিলি) পেয়েছে প্রায় ১৩ কোটি টাকা করে।

খবর: সমকাল