কঠোর লকডাউন: ঢাকা ছাড়তে ব্যস্ত মানুষ
স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে রাজধানী ছাড়ছে নানান পেশার মানুষ
নিউজডোর ডেস্ক ♦ রাজধানী ছাড়ছে মানুষ। কঠোর লকডাউন ঘোষণার পরপরই রাজধানী ছাড়তে মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ভিড় জমাচ্ছে জনসাধারণ।
করোনা মোকাবিলায় আগামী সোমবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন জারি থাকবে- এমন নির্দেশনা আসার পর থেকেই রাজধানী ছাড়তে ব্যস্ত বিভিন্ন পেশার মানুষ।
শনিবার (২৬জুন) ভোর থেকেই পদ্মার দুই ঘাটে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে রওনা হচ্ছেন জনসাধারণ।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের টার্মিনাল সুপারিটেনডেন্ট গণমাধ্যমকে জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুটের ১৫টির মধ্যে ১৪টি ফেরিই চলাচল করছে। লকডাউরনের নিয়মানুযায়ী, ফেরিতে শুধু রোগী বহনকারী অ্যাম্বুলেন্স এবং জররী পণ্য পরিবহনের গাড়ি ছাড়া সবকিছু পারপারে নিষেধাজ্ঞা রয়েছে। মানুষ চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও ঘাটে ভিড় জমাচ্ছেন যাত্রীরা।
সাভারের ট্রাফিক ইন্সপেক্টর আব্দুস সালাম বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে প্রামমূখী মানুষের ঢল নেমেছে। মানিকগঞ্জ ও পাটুরিয়া থেকে যাত্রীবাহী মিনিবাস চলতে দেখা গেছে মহাসড়কে।