কওমি মাদরাসার কর্তৃত্ব হারাচ্ছে হেফাজত

কওমি মাদরাসার কর্তৃত্ব হারাচ্ছে হেফাজত

নিউজডোর ডেস্ক ♦ সারাদেশে তাণ্ডবের পর সমালোচিত বর্তমান হেফাজতে ইসলামের কমিটিকে যেকোন সময় ভেঙে দেওয়া হতে পারে। সর্বস্তরে গ্রহণযোগ্য কাউকে নেতৃত্বে আনার পাশাপাশি কওমি মাদরাসার ওপর থেকে দলটির একক কর্তৃত্ব বন্ধের বিষয়টি ভাবা হচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে দেশজুড়ে আন্দোলন গড়ে তোলে হেফাজতে ইসলাম। আন্দোলনে ব্যাপক ভাঙচুর চালায় হেফাজত। এই সহিংসতার পরিপ্রেক্ষিতে কঠোর অবস্থানে রয়েছে সরকার। এরই মধ্যে হেফাজতে আলোচিত যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ অন্তত শীর্ষ ৯ নেতাকে গ্রেফতারও করেছে পুলিশ।

নতুন পরিকল্পনা অনুযায়ী, কওমি মাদরাসা পরিচালনার ক্ষেত্রে সব সিদ্ধান্ত নেবে নির্ধারিত বোর্ড “আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ”। মাদরাসা পরিচালনায় কোনো ধরণের হস্তক্ষেপ করতে পারবে না হেফাজতে ইসলাম।

এমতাবস্থায় সরকারবিরোধী অবস্থান থেকে সরে উল্টো সরকারের সঙ্গে সমঝোতায় যেতে চাইছে হেফাজতে ইসলাম। তবে দেশজুড়ে সহিংসতায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সৌজন্যে:বাংলানিউজ