দিনাজপুর র্যাবের অভিযানে মাদক-অস্ত্রসহ আটক ৩
আটককৃত তিনজনই দিনাজপুর কোতয়ালী থানাধীন উত্তর গোসাইপাড়া এলাকার বাসিন্দা।

নিউজডোর ডেস্ক ♦ দিনাজপুর র্যাবের অভিযানে ৮০০ টি নেশাজাতীয় (ট্যপেন্টাডল) ট্যাবলেট এবং অবৈধ অস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাতে দিনাজপুর পৌরসভার উত্তর গোসাইপুর পানির পাম্প এলাকায় এ অভিযান পরিচালনা করে।
লিখিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন র্যাবের সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব দিনাজপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিছু মাদক ব্যবসায়ী দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন দিনাজপুর পৌরসভার উত্তর গোসাইপুর পানির পাম্প এলাকায় বিপুল পরিমান মাদকদ্রব্য ও অস্ত্রশস্ত্র সহ অবস্থান করছে। পরে অভিযান পরিচালনা করে ৩ মাদকব্যবসায়ী কে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: দিনাজপুর র্যাবের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত ৩ আসামী হলো, মো. আমিনুল ইসলাম(২৪), মো. তারা মিয়া (২৪) এবং মো. বাবলু (৩৫)। আটককৃত তিনজনই দিনাজপুর কোতয়ালী থানাধীন উত্তর গোসাইপাড়া এলাকার বাসিন্দা।
এ সময় দেশীয় অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত ০২ টি মোটরসাইকেল জব্দ করা হয়।