২২টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার ওমিক্রন ধরণ
আফ্রিকার দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে
নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ করোনার ভাইরাসের নতুন ধরণ অমিক্রন এ পর্যন্ত ২২টি দেশে ছড়িয়ে পড়েছে। আমেরিকান গণমাধ্যম সিএনএন- এ বলা হয়েছে সর্বশেষ সৌদি আরবসহ এ পর্যন্ত ২২টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ধরণ অমিক্রন।
বিজ্ঞান বিষয়ক সাময়িকী নেচারের দেয়া তথ্যমতে, অমিক্রন ধরণটি সর্বপ্রথম শনাক্ত হয় আফি্রকার বতসোয়ানায়। এরপর আফ্রিকার বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে। নতুন এই ধরণ ছড়ানো শুরুর পর থেকে আফ্রিকার দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে বিভিন্ন দেশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করেনার এই অমিক্রন ধরণটিকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে।