ঠাকুরগাওঁয়ে পর্ন ভিডিও বিক্রয় চক্রের ৩ সদস্য আটক
গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় দিনাজপুর র্যাব

নিউজডোর ডেস্ক ♦ দিনাজপুর র্যাবের আভিযানে পর্নোগ্রাফী ভিডিওসহ এ চক্রের দুজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় বিপুল পরিমাণ পর্ন ভিডিওসহ ডিভাইস জব্দ করা হয়।
বুধবার ( ২৩ মার্চ) ঠাকুরগাওঁ জেলার সদরের ১৭নং জগন্নাথপুর ইউনিয়নের খোচারিবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে দিনাজপুর র্যাব।
গ্রেফতারকৃতরা হলো- দৌলতপুরের রবিউল ইসলাম (২৪), বেগুনবাড়ী এলাকার মো. নাহিদ হাসান (২১) এবং এই দুই আসামির স্বীকারোক্তির ভিত্তিতে গৌরিপুরের প্রতাপ চন্দ্র রায় (২১) নামে একজনকে গ্রেফতার করা হয়।
এতথ্য নিউজডোরকে নিশ্চিত করেছেন, র্যাবের সহকারী পরিচালক মাহমুদ বশির।
তিনি জানান, এ চক্র পর্নোগ্রাফী ভিডিও প্রদান করার বিষয়টি স্বীকার করেছে। তারা অর্থের বিনিময়ে শিশু ও যুব শ্রেনির লোকজনের কাছে মেমোরিকার্ডে বা পেনড্রাইভে পর্ন ভিডিও প্রদান করে থাকত। ঠাকুরগাওঁ সদর থানায় আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা করা হয়েছে এবং তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।