৭ আগষ্ট থেকে ইউনিয়ন পর্যায়ে করোনা টিকা কার্যক্রম শুরু
বয়স্কদের অগ্রাধিকার দেয়া হবে
নিউজডোর ডেস্ক ♦ আসছে ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সচিবালয়ে বিধিনিষেধ নিয়ে (মঙ্গলবার) বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৫০ এর বেশি যাদের বয়য়, সেসব রোগী হাসপাতালে বেশি এবং তারা টিকাও নেননি। এই বয়সীরা অগ্রাধিকার পাবেন।
তিনি জানান, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্ম নিবন্ধন কার্ড নিয়ে গেলেই টিকা দেয়া যাবে। যাদের এরআইড কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড নেই তাদের কিভাবে টিকার আওতায় আনা যায় সেটা আমরা ভাবছি।
এসময় তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় শুধু লকডাউন দিলেই কাজ হবে না। আমাদের স্বাস্থ্যাবিধি মেনে চলতে হবে।