একাদশে ভর্তি আবেদন শুরু ৫ জানুয়ারি

২৯-৩০ ডিসেম্বরে ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন শিক্ষাবোর্ডের

একাদশে ভর্তি আবেদন শুরু ৫ জানুয়ারি
ফাইল ছবি

নিউজডোর ডেস্ক ♦ একাদশ শ্রেনিতে অনলাইনের মাধ্যমে ভর্তি শুরু আগামী ৫ জানুয়ারি। এই আবেদনের প্রক্রিয়া চলবে জানুয়ারির ২২ তারিখ পর্যন্ত। এরপর তিন ধাপে ফল প্রকাশ ও ভর্তি সম্পন্ন করা হবে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) এক সভায় এ তথ্য নিশ্চিত করেছেন দেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সভা থেকে জানা যায়, একাদশ শ্রেনির আবেদনের ফল এবার তিনটি ধাপে প্রকাশ করা হবে। প্রথম ধাপে ফল প্রকাশ হবে ১৯ ফেব্রুয়ারি। সর্বশেষ ফল প্রকাশ হবে ২৪ ফেব্রুয়ারি। ২৮ তারিখের মধ্যেই ভর্তির সব প্রক্রিয়া শেষ হবে।

৫ জানুয়ারিতে ভর্তি আবেদন শুরুর আগে এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হবে। তবে এদিকে শিক্ষাবোর্ডগুলো আগামী ২৯-৩০ ডিসেম্বরে ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানা গেছে।