রমজানের পবিত্রতা রক্ষার্থে রংপুরে গণবিজ্ঞপ্তি জারি

নিয়ম না মানলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানায় রংপুর মেট্রো পুলিশ

রমজানের পবিত্রতা রক্ষার্থে রংপুরে গণবিজ্ঞপ্তি জারি
পায়রা চত্ত্বর, রংপুর

নভেল চৌধুরী ♦ পবিত্র রমজান মাসকে ঘিরে গণ বিজ্ঞপ্তি জারি করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। বৃহস্পতিবার (২৩ মার্চ) আরপিএমপির পুলিশ কমিশনার নুরে আলম মিনা স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে সর্বসাধারণের শ্রæতিগোচরে চিৎকার বা গান-বাজনা করা যাবে না। শালীনতা ও নৈতিকতা বিরোধী এবং রাষ্ট্রের নিরাপত্তা বিরোধী কোনো প্রদর্শনী, প্ল্যাকার্ড বহন বা ছবি প্রদর্শন করা যাবে না। রমজানে বাদ্যযন্ত্রের সাহায্যে কোনো প্রাঙ্গণ বা বাড়ির সম্মুখে গান-বাজনা করা যাবে না। কোনো ব্যবসা প্রতিষ্ঠানে উচ্চ শব্দ হয় এমন কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না। বিষ্ফোরক দ্রব্য বহন বা ব্যবহার করা যাবে না। উক্ত নির্দেশনা নিশ্চিত করতে কাজ করবে রংপুর মেট্রোপলিটন পুলিশ। গণবিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উক্ত আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।