ঘরে বসে মাত্র পাঁচ মিনিটেই দেয়া যাবে ভূমি উন্নয়ন কর

৮ শ্রেষ্ঠ ভূমি কর্মকর্তা-কর্মচারিকে সম্মাননা প্রদান

ঘরে বসে মাত্র পাঁচ মিনিটেই দেয়া যাবে ভূমি উন্নয়ন কর

নভেল চৌধুরী ♦ রংপুর বিভাগীয় কমিশনার মো. আ. ওয়াহাব ভুঞা বলেছেন, অনলাইনের মাধ্যমে ভূমি সেবা নিলে গ্রাহকের ভোগান্তি অনেকটা কমে যাবে। অনলাইনের মাধ্যমে একজন গ্রাহক ঘরে বসে ভূমি সেবা নিতে পারবেন। ভূমি সেবার দিকে সরকার মনযোগ দিয়েছে এ বিষয়ে প্রশিক্ষণও দিয়েছে।
সোমবার (২৩ মে) দুপুরে রংপুর জেলা প্রশাসনের কনফারেন্স রুমে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় রংপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ৮ শ্রেষ্ঠ ভূমি কর্মকর্তা-কর্মচারিকে সম্মাননা প্রদান করা হয়।


অনুষ্ঠানে তিনি বলেন,সারাদেশে ৯৩ ভাগ নামজারির তথ্য আপলোড হয়েছে। রংপুরে নামজারি হয়েছে ৯০ ভাগ। এছাড়াও গ্রাহক অনলাইনের মাধ্যমেই ঘরে বসে মাত্র পাঁচ মিনিটেই ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন।  আগে মানুষের নকশা সংগ্রহ করতে অনেক কষ্ট করতে হতো তবে এখন,  অনলাইনের মাধ্যমে মিউটেশ, খতিয়ান, নকশা প্রিন্ট করতে পারবেন।   

তিনি আরও বলেন, আমাদের দেশে যেসব মামলা হয়ে থাকে, তার ৭০ ভাগই ভূমি সংক্রান্ত জটিলতার কারণে হয়ে থাকে। ভূমি সেবা ডিজিটাল হলে মামলা এমনিতেই শূণ্যে নেমে আসবে। বিশৃঙ্খলা কমিয়ে আনা যাবে।

অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. আ. ওয়াহাব ভুঞা। বক্তৃতা প্রদান করেন ভূমি সংস্কার বোর্ডের উপ সচিব রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এডবিøউএম রায়হান শাহ।

৮ শ্রেষ্ঠ ভূমি কর্মকর্তা ও কর্মচারিরা হলেন- নাগেশ্বরী উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার মো. উজ্জ্বল হোসেন, কাউনিয়া উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার মো. মেহেদী হাসান, রংপুর সদর উপজেলা সেটেলমেন্ট অফিসের সহকারী সেটেলমেন্ট অফিসার মো. খাদেমুল ইসলাম, মিঠাপুকুর উপজেলা সেটেলমেন্ট অফিসের উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার মো. সালাউদ্দিন প্রামানিক। রংপুর জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার কানুনগো মো. আবুল কালাম আজাদ, হারাগাছ পৌর ভূমি অফিসের  ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোছা. রোকছেনা বেগম, রংপুর জেলা প্রশাসনের ভ’মি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার মো. মুনছুর আলী এবং  রংপুর সদরের উপজেলা সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার মো. তাওকীর আহমেদ।