ভোগান্তিতে পড়ে জনসাধারণ বলছে হরতাল যৌক্তিক
যারা শ্রমিক রযেছেন, কাজে নামতে বাধ্য হয়েছেন তারাও এ হরতালকে সমর্থন করেন।

নিউজডোর ডেস্ক ♦ দেশে দ্রবমূল্যের উর্ধ্বগতির কারণে গণতান্ত্রিক বামজোটের ডাকা আধাবেলা হরতালে রাজধানী, রংপুরসহ বিভিন্ন এলাকার সড়কে অবস্থান করে হরতাল কর্মসূচি পালন করা হয়। এতে করে কর্মস্থলে যাওয়া মানুষজনদের ভোগান্তিতে পড়তে হলেও তারা বলছে “ হরতাল যৌক্তিক”। তারা বলছেন, দ্রব্যমূল্য বেড়েই চলেছে। বাজারে সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। সবকিছুর দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। দ্রুত নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিৎ।
গণসংহতি আন্দোলনের প্রধান সমনব্য়কারী জোনায়েদ সাকি বিভিন্ন গণমাধ্যমকে জানান, মানুষ স্বতস্ফূর্ত সমর্থন দিচ্ছেন। যদিও অনেকে কাজে নেমেছেন। নাভিশ্বাস পরিস্থিতি। কর্মজীবী মানুষকে যেতে হচ্ছে। অনেক বাধ্যবাধকতা আছে। পরিবহনগুলোকে নামানো হয়েছে। কিন্তু যারা শ্রমিক রযেছেন, কাজে নামতে বাধ্য হয়েছেন তারাও এ হরতালকে সমর্থন করেন।