রংপুরে সরকারি কলেজের বে-সরকারি কর্মচারীদের ২ দফা দাবি (ভিডিও)

সরকারিভুক্তকরণের কথা বলা হলেও উপর মহল থেকে বলা হয় বাজেট নাই

 

স্টাফ রিপোর্টার ♦ রংপুরে ২ দফা দাবীতে মানববন্ধন সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে মানবেতর জীবন-যাপনকারী সরকারী কলেজের বেসরকারী কর্মচারীরা। শনিবার সরকারী কলেজের বে-সরকারী কর্মচারী ইউনিয়ন রংপুর বিভাগের উদ্যোগে নগরীর প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধন সমাবেশ পালিত হয়। সংগঠনের রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তৃতা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক আজাহার আলী, মনিরা সুলতানাসহ অন্যরা। মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, আমাদেরকে সরকারিভুক্তকরণের কথা বলা হলেও উপর মহল থেকে বলা হয় বাজেট নাই। কিন্তু সরকারিভাবে বিভিন্ন পদে নিয়োগ হয়েই চলেছে। তখন বাজেট এবং তাদের বেতন কোথা থেকে আসে আমাদের জানা নাই। বক্তারা আরো বলেন, আমরা করোনকালীন সময় থেকে আন্দোলন করে চলেছি। বারবার সরকারের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে এবিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা বারবার মানববন্ধন, অনশন করছি, সরকার থেকে আমাদের আশ্বস্ত করা হচ্ছে। কিন্তু হতাশা নিয়ে বলতে হয় এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বর্তমান প্রেক্ষাপটে আমাদের পরিবার নিয়ে চলা দুস্কর হয়ে পড়েছে। আমরা আজকের এই মানবন্ধনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাদের দিকে তাকান তাহলে আমরা চারটা ডাল-বাত খেয়ে বেঁচে থাকতে পারব।পরে বক্তারা অবিলম্বে দাবী বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেন এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট একটি স্বারকলিপি প্রদান করা হয়।