ভুঁইফোড় পত্রিকা-আইপিটিভির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: তথ্যমন্ত্রী
নিউজডোর ডেস্ক ♦ তথ্য ও সম্প্রচার মন্ত্রী মো. হাছান মাহমুদ বলেন, ভুঁইফোড় পত্রিকা, আইপিটিভির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। রোববার (২৩ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার সময় ১০টি টেলিভিশন ছিল, এখন ৩৫টি টেলিভিশন সম্প্রচার হচ্ছে। সংবাদপত্র ছিল ৪৫০, এখন ১২’শ সংবাদপত্র। তবে কিছু জনপ্রিয় সংবাদপত্র এবং আইপি টিভিও রয়েছে। কোনটা আসল আর কোনটা নকল বোঝা মুশকিল।
মন্ত্রী বলেন, সামাজিক অপরাধের পাশাপাশি রাজনৈতিক অপরাধও বেড়েছে। রাজনীতির নামে মানুষ পুড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা মোটেও সমীচীন নয়। সাংবাদিকদের তাদের বিরুদ্ধে লিখতে হবে।