দাম কমলে ডিম সেদ্ধ করে ফ্রিজে রাখতে বললেন প্রধানমন্ত্রী
নিউজডোর ডেস্ক ♦ দেশের বাজারে ডিমের দাম কমলে , তা সেদ্ধ করে ফ্রিজে রাখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দাম কমলে ডিম সেদ্ধ করে ফ্রিজে রাখা হবে। তাহলে অনেকদিন ভালো থাকবে।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় গণভবনে এক সংবাদ সম্মেলনে ডিম ব্যবসায়ীদের সিন্ডিকেটের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
সব ধরণের হুমকি, উসকানি ও যুদ্ধের বিরুদ্ধে কথা বলার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দক্ষিনের দেশগুলোর ওপর আরোপিত কৃত্রিম সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হতে রাজি নই। সর্বজনীন নিয়মের নামে আমাদের ওপর চাপিয়ে দেয়া অসম নীতিকে প্রত্যাখ্যান করার জন্য আমি দক্ষিনের দেশগুলোকে আহ্বান জানিয়েছি।
জোহানেসবার্গ সফরের মূল আলোচনা ছাড়াও শেখ হাসিনা বলেন, "আমাদের সফর বাংলাদেশের জন্য খুবই ফলপ্রসূ ছিল। সারা বিশ্ব যখন নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞার নামে সমস্যায়, তখন আমি মনে করি আমাদের সম্প্রসারণের নতুন দ্বার উন্মোচিত হয়েছে। বাণিজ্য এবং সবকিছু।