রংপুরে তাপমাত্রা আরও কমবে: আবহাওয়া অধিদপ্তর
স্টাফ রিপোর্টার ♦ রংপুরের প্রকৃতিতে আগাম শীতের পরশ শুরু হয়েছে। রাতের দিকে তাপমাত্রা কমছে তবে চলতি সপ্তাহে রাতে তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। মধ্যরাতে বা ভোরের দিকে মৃদু কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস, রাত গভীর হলে শীতের অনুভূতি, কম্বল টেনে গায়ে জড়ানো কয়েকদিন ধরে দেশের আবহাওয়া এমনই। বিশেষ করে রংপুরের জনপদের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ বা ১৫ উঠানামা করছে । রাতের দিকে তাপমাত্রা ৯ বা ১০ ডিগ্রীতে নামতে পারে।
আবহাওয়া পূর্বাভাস বলছে, দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যান্য অঞ্চলে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া অঞ্চলে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।