১০ রান না করতেই দুই উইকেট হারাল টাইগাররা
নাজমুল শান্ত -সাইফ হাসান দিনের শুরুতেই ফিরল ড্রেসিং রুমে
নিউজডোর স্পোর্টস ডেস্ক ♦ ১০ রান না করতেই দুটি উইকেট হারিয়ে বসল বাংলাদেশ। নাজমুল শান্ত এবং সাইফ হাসান দিনের শুরুতেই ফিরে গেলেন ড্রেসিং রুমে। তবে এটা অস্বাভাবিকের কিছুই নয়। অফফর্মে থাকা খেলোয়াড়দের কাছে প্রত্যাশাই রাখেন না ক্রিকেট প্রেমীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতেই থাকে তাদের নিয়ে ট্রল, হাসি-মজা
এর আগে একমাত্র টেস্টে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক। স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় খেলা আরম্ভ হয়।
হাঁটুর চোঁটের কারণে ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন তামিম। তবে দলে ফিরেছেন সাকিব।
২১ বছর আগে ক্রিকেটের টেস্ট ফর্মেটে বাংলাদেশ সদস্য হলেও এখনও দুর্বলই রয়ে গেছে। যদিও ২০১৩ সালের পর থেকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ভালো করছে বাংলাদেশ। ২০১৩ থেকে এ পর্যন্ত ছয়টি টেস্ট খেলেছে বাংলাদেশ। জিতেছে ৫টি আর হেরেছে মাত্র একটি ম্যাচে।
২০০৫ সালে প্রথম টেস্টে জয়ের দেখা পায় টাইগাররা। বাংলাদেশ দলের সর্বশেষ জিম্বাবুয়ে সফর ছিল ২০১৩ সালের।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের অর্জন দুই উইকেট হারিয়ে মাত্র ১৪ রান।