বদরগঞ্জ পৌরসভা নির্বাচনে যানচলাচল নিয়ে গণবিজ্ঞপ্তি জারী

এহসানুল হক সুমন ♦ বদরগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে যান চলাচল নিয়ে গণবিজ্ঞপ্তি জারী করেছে প্রশাসন। গত ২২ ডিসেম্বর জেলা প্রশাসক আসিব আহসান স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৭ ডিসেম্বর দিবাগত মধ্য রাত ১২টা থেকে ভোটগ্রহণের দিন ২৮ ডিসেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্রাক, পিকআপ চলাচলের উপর নিষেধাজ্ঞ জারী করা হলো।
এছাড়া রির্টানিং কর্মকর্তার অনুমতি স্বাপেক্ষে প্রতিদ্বন্দ্বি প্রার্থী বা তাদের নির্বাচনী এজেন্ট, দেশী-বিদেশী পর্যবেক্ষকের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিলযোগ্য। এছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশী-বিদেশী সাংবাদিক, নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং জরুরী কাজে নিয়োজিত অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞ প্রযোজ্য হবে না। এছাড়া জাতীয় মহাসড়কে বন্দর ও জরুরী পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরী প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরুপ নিষেধজ্ঞা শিথিল করতে পারবেন।