বঙ্গবন্ধুর ছায়াকেও ভয় পেত খুনিচক্র: তথ্যমন্ত্রী
কেন বঙ্গমাতা ও ছোট্ট শিশু শেখ রাসেলকে তারা হত্যা করলো?

নিউজডোর ডেস্ক ♦ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুর ছায়াকেও ভয় পেত খুনিচক্র। “খুনিচক্র বঙ্গবন্ধুর ছায়াকেও ভয় পেত বলেই জাতির পিতার পরিবার-পরিজনকে হত্যা করেছে। এবং সেই খুনিদের পৃষ্ঠপোষকেরাও বঙ্গবন্ধুর ছায়াকে ভয় পায়”।
রোববার (৮ আগস্ট) বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব- এর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও চলচিত্র প্রদর্শন শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
তথ্যমন্ত্রী আরও বলেন, তারা বঙ্গবন্ধুকে ভয় পায় বলেই বঙ্গবন্ধুকে অস্বীকার করে, অস্বীকার করার অপচেষ্টা চালায়।
হাছান মাহমুদ জাতির সামনে প্রশ্ন করে বলেন, কারা কেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবকে হত্যা করল, কেন তারা ছোট্ট শিশু শেখ রাসেলকেও হত্যা করলো?