অক্সিজেন সংকট, মুখে মুখ লাগিয়ে স্বামীকে বাঁচানোর চেষ্টা
নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ করোনা ভয়াবহ রূপ লন্ডভণ্ড করছে ভারতে। মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়েছে ভারত। প্রতিদিন সংক্রমণ ও মৃত্যুর রেকর্ডে দিশেহারা হয়ে গেছে দেশটি। অক্সিজেন সংকট পরিস্থিতিকে আরও খারাপের দিকে ঠেলে দিয়েছে।
এ পরিস্থিতিতে দেশটিতে অক্সিজেনের অভাবে মানুষের হাহাকার অবস্থার চিত্রগুলো উঠে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যগুলোতে। যার মধ্যে এই ছবিটি আবেগাপ্লুত করেছে সকলকে।
ছবিতে দেখা যাচ্ছে, অটোরিকশাতে বসে একজন নারী স্বামীর মুখে মুখ লাগিয়ে অক্সিজেন নিয়ে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন।
আহমেদ নামে এক ব্যাক্তির টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার হওয়া ছবিটি ভারতের উত্তর প্রদেশের আগ্রার বলে দাবি করা হয়েছে। পোস্টটিতে দাবি করা হয়, করোনা পজেটিভ স্বামীর শ্বাসকষ্ট শুরু হয়েছিল। কিন্তু কোথাও অক্সিজেন খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বামীকে বাঁচানোর কোনও পথ না খুঁজে পেয়ে মুখ দিয়েই কৃত্রিমভাবে শ্বাস প্রক্রিয়া চালানোর চেষ্টা করছিলেন ওই নারী। তবে শেষ পর্যন্ত তাঁকে নাকি বাঁচানো যায়নি।
যদিও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বারবার বলেছেন, রাজ্যের পরিষেবায় কোনও ঘাটতি নেই। সবশেষ রোববার (২৫ এপ্রিল) তিনি এ দাবি করেছেন। তারপর দিনই সোমবার এমন হৃদয়বিদারক ঘটনা ঘটে।