লকডাউনের তৃতীয় দিনে রংপুরে ভ্রাম্যমান আদালতে ৪৬ টি মামলা

লকডাউনের তৃতীয় দিনে রংপুরে ভ্রাম্যমান আদালতে ৪৬ টি মামলা

এহসানুল হক সুমন ♦  লকডাউনের তৃতীয় দিনে রংপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪৬ টি মামলায় ১৯ হাজার ৪’শ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল কবির জানান, রংপুর নগরীতে রোববার দিনভর বিধি বর্হিভূতভাবে চলাচল, দোকানপাট খোলার দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০টি মামলায় ২ হাজার ৬’শ টাকা এবং ৮টি উপজেলায় ৩৬টি মামলায় ১৬ হাজার ৮’শ টাকা জরিমানা করা হয়।

রংপুর নগরীতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলাগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) গণ ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন।