রংপুর এসএসসি পরীক্ষায় অংশ ২ লাখ শিক্ষার্থীর

গুজব ও প্রশ্নফাঁস রোধে কঠোর নজরদারী

রংপুর এসএসসি পরীক্ষায় অংশ ২ লাখ শিক্ষার্থীর

স্টাফ রিপোর্টার ♦ রংপুর বিভাগে দিনাজপুর শিক্ষাবোর্ডের আওতায় স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। এবার রংপুর বিভাগের ৮ জেলায় ১ লাখ ৯৫ হাজার ৭৪০ জন এসএসসি, দাখিল ও ভোকেশনাল শিক্ষার্থী অংশ নিচ্ছে। বিভাগের ২ হাজার ৬৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৭৫টি পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্য বিধি মেনে পরীক্ষা দিচ্ছে। রোববার সকালে রংপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন, রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভ‚ঞা, দিনাজপুর শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক জহির উদ্দিন, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক এসএম আব্দুল মতিন লস্করসহ প্রশাসন ও দিনাজপুর বোর্ডের কর্মকর্তারা।

কেন্দ্র পরিদর্শন শেষে রংপুর বিভাগীয় কমিশনার বলেন, করোনাকালীন সময় ঘরবন্দি শিক্ষার্থীদের মানসিক অবস্থা উন্নয়নের জন্য সরকার পরীক্ষার ব্যবস্থা করেছে। এর ফলে শিক্ষার্থীরাও বলতে পারবে তারা পরীক্ষা দিয়ে উর্ত্তীণ হয়ে কলেজে ভর্তি হয়েছে। চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। প্রশ্নপত্র ফাঁস ও গুজব প্রতিরোধে আমাদের কঠোর নজরদারী রয়েছে। কেউ যদি গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের মনোবলকে নষ্ট করে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো। এ পরীক্ষা নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন গ্রæপ অংশ নিচ্ছে। স্বাস্থ্য বিধি অনুসরনে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার আলাদা আলাদা দিনে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ সময় সরকারের পক্ষ থেকে পরীক্ষার সময়ও কমিয়ে দেয়া হয়েছে। আশাকরি সুষ্ঠুভাবে এবার এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন হবে।