রংপুরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত
স্টাফ রিপোর্টার ♦ ‘আপনার অধিকার, আপনার দায়িত্ব, দূর্নীতিকে না বলুন’ শ্লোগানে রংপুরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দিবসকে ঘিরে টাউন হল প্রাঙ্গনে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলণ ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভূঞা।
টাউন হল মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মিয়া, দূর্নীতি দমন কমিশনের পরিচালক আব্দুল করিম, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুশান্ত চন্দ্র খাঁ, সনাকের সভাপতি সদরুল আলম দুলু, দূর্নীতি দমন কমিশন রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর হোসেন।
সভায় দূর্নীতি বন্ধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। এর আগে দিবসকে ঘিরে টাউন হলে সামনে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।