বাংলাদেশকে নিয়ে বিতর্কিত টুইট কঙ্গনার

বাংলাদেশকে নিয়ে বিতর্কিত টুইট কঙ্গনার

নিউজডোর বিনোদন ডেস্ক ♦ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সাপে নেউলে যুদ্ধ হয়েছে নন্দীগ্রামে।  মমতা সেখানে হারলেও তৃণমূল কংগ্রেস টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এসে হ্যাট্রিক করলো।

গতকাল যখন ভোটের লড়াই চলছিল, তখনই বিতর্কিত মন্তব্য করেছেন বলিউড কুইন খ্যাত কঙ্গনা রানাউত। টুইটেবাংলাদেশি আর রোহিঙ্গাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি বলে ব্যাখ্যা করেন তিনি। শুধু তাই নয় বাংলাকে কাশ্মীরের সঙ্গে তুলনা করেছেন কঙ্গনা।

রবিবার যখন বাংলার রাস্তায় রাস্তায় তৃণমূল সমর্থকেদের উচ্ছ্বাস শুরু হয়ে গেছে, তখন টুইটারে কঙ্গনা লিখেন, বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি- যা ট্রেন্ড দেখছি তাতে বাংলায় আর হিন্দুরা মেজরিটিতে নেই এবং তথ্য অনুযায়ী গোটা ভারতবর্ষের তুলনায় বাংলার মুসলিমরা সবচেয়ে গরিব আর বঞ্চিত। ভাল আরেকটা কাশ্মীর তৈরি হচ্ছে। এই লেখার পরই  কঙ্গনা “ইলেকশন ২০২১ হ্যাশট্যাগ দেন।

উল্লেখ্য, এরকম আরও অনেক লেখালেখির কারণে একাধিকবার বিতর্কিত হয়েছে কঙ্গনা।