গঙ্গাচড়ায় স্বাস্থ্যবিধি না মানায় সাড়ে ৬ হাজার টাকা জরিমানা
আইনশৃঙ্খলা বাহিনীর টহলসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি ♦ রংপুরের গঙ্গাচড়ায় কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নে কাজ করছে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও সেনাবাহিনীসহ আনসার সদস্যরা। তারা বিধি নিষেধ বাস্তবায়নে নিয়মিত টহল দিচ্ছে উপজেলার বিভিন্ন স্থানে।
এ সময় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৪ জনের ৬ হাজার ৫ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
(২৩ জুলাই) শুক্রবার থেকে (২৫ জুলাই) রোববার পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফুল আলম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফুল আলম বলেন, সরকারি কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। জনগণকে সচেতন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সড়ক ও হাট বাজারগুলোতে মানুষের চলাচল নিয়ন্ত্রণে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর টহলসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।