গঙ্গাচড়ায় পূজামণ্ডপ প্রতিনিধিদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়
সভায় রাষ্ট্রীয় সকল নির্দেশনা মেনে দুর্গোৎসব পালনের বিষয়ে আলোচনা
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি ♦ রংপুরের গঙ্গাচড়ায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে উপজেলার ১০৮ টি পূজা মণ্ডপ প্রতিনিধির সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন।
বুধবার উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন । এসময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ক্ষ্যান্তরানী রায়, সাধারণ সম্পাদক পরিতোষ কুমার সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নির্মল রায়সহ বিভিন্ন মণ্ডপের প্রতিনিধিগণ। সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রেজকেকুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
সভায় রাষ্ট্রীয় সকল নির্দেশনা মেনে দুর্গোৎসব পালনের বিষয়ে আলোচনা করা হয়।