কুড়িগ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু

অগ্নি প্রতিরোধ রোধে তৃণমূল পর্যায়ে মাইকিং’র মাধ্যমে সচেতনতামূলক প্রচারনা চালানো হবে।

কুড়িগ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু

কুড়িগ্রাম প্রতিনিধি ♦ মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি. এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে সিভিল ডিফেন্স অফিসে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
এসময় কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের উপ-সহকারি পরিচালক মো. আলী আকবরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, সহকারি পুলিশ সুপার (নাগেশ্বরী) সুমন রেজা, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার (ফুলবাড়ী) ফরহাদ আলম চৌধুরী, সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী সাজ্জাদ প্রমুখ।
সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে পুলিশ ও বিজিবি অস্ত্রাগারে অগ্নিপ্রতিরোধক ব্যবস্থাদি পরিদর্শন ও পরামর্শ প্রদান, সরকারি বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র, ক্লিনিক, শপিংমল, বিসিক শিল্পনগরী, হাট-বাজার, বহুতল ভবন, স্টেডিয়াম, ফিলিং স্টেশন পরিদর্শন ও পরামর্শ প্রদান এবং অগ্নি প্রতিরোধ রোধে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মাইকিং’র মাধ্যমে সচেতনতামূলক প্রচারনা চালানো।