ওয়ার্ড পর্যায়ের ভ্যাকসিন কার্যক্রম জোরদার করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

আক্রান্তের মধ্যে গ্রামের বয়স্ক লোকেরাই প্রায় ৭০ শতাংশ

ওয়ার্ড পর্যায়ের ভ্যাকসিন কার্যক্রম জোরদার করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজডোর ডেস্ক ♦ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, সবাইকে ভ্যাকসিনের আওতায় আনতে ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে ভ্যাকসিন কার্যক্রম জোরদার করা হচ্ছে। সোমবার (২৬জুলাই) মন্ত্রিসভা ভার্চুয়ালি বৈঠক শেষে সচিবালয়ে গণমাধ্যমে সাথে আলাপকালে এ কথা নিশ্চিত করেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যে ভ্যাকসিনেশন কার্যক্রম জোরদার করার। সেটা যেন ওয়ার্ড থেকে শুরু হয়ে যায়। ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা। ওয়ার্ডে যে সব বয়সের লোকজনেরা আছেন তাদেরকে ভ্যাকসিনেটেড করার ব্যবস্থা করা।

তিনি জানা, গ্রামের মানুষদের মাঝে ভ্যাকসিন নেয়ার ক্ষেত্রে অনীহা আছে। হাসপাতালে দেখা গেছে, গ্রামের বয়স্ক লোকেরাই প্রায় ৭০ শতাংশ রয়েছেন। তাদের মৃত্যুর সংখ্যাটাও সবথেকে বেশি।

গ্রামের মানুষদের ভ্যাকসিনের আওতায় আনার চেষ্টার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা এখন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বেশি জোরদার করবো।