দীর্ঘ ১৬ বছর পর জোড়া লাগল শাহরুখ-সানির সম্পর্ক
ছবি দেখার আগে শাহরুখ আমাকে ফোন করেছিলেন
নিউজডোর বিনোদন ডেস্ক ♦ ধর্মেন্দ্র পূত্র সানি দেওলের ‘গদর-২’ মুক্তি পেয়েছে চলতি মাসেই। দারুণ সাফল্যও অর্জন করেছে সানি’র অভিনয় করা এই গদর ২। অন্যদিকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের ‘জওয়ান’।
তাদের সিনেমা দুটোর মুক্তির ব্যবধান ১ মাস থাকলেও তাঁদের মধ্যে সম্পর্কের ফাটল রয়েছে দীর্ঘ ১৬ বছরের। তবে বলিউড ভক্তদের জন্য সুঃসংবাদ এই যে, তাদের এ সম্পর্ক আবারও জোড়া লেগেছে।
১৯৯৩ সালের 'ডর'-নামক সিনেমায় তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। শোনা গেছে, নবাগত শাহরুখের সামনে মুভি সেটে বারবার হেনস্থার শিকার হয়েছিলেন সানি। মেনে নিতে পারেননি ধর্মেন্দ্র-পুত্র। প্রায় ১৬ বছর ধরে একে অপরের কথা বলা বন্ধ ছিল দুই তারকার।
‘ডর-২’ এর সাফল্যের জন্য অভিনন্দন জানাতে খোদ ফোন করে শাহরুখ খান এমনটা জানিয়ে সানি দেওল জানান, 'ছবি দেখার আগে শাহরুখ আমাকে ফোন করেছিলেন। পরে তিনি জানান, ছবিটির সাফল্যে তিনি খুবই খুশি। ছবিটির সাফল্যের কৃতিত্ব আমাকে দিয়েছে। আমিও তাকে ধন্যবাদ জানাই। শুধু শাহরুখ নয়, তার স্ত্রী গৌরীর সঙ্গেও কিছুক্ষণ কথা বলেছি। আমরা বিভিন্ন বিষয়ে কথা বলি।