‘মা ও শিশু স্বাস্থ্য তথ্য বই’ এর গুরুত্ব তুলে ধরে রংপুরে আলোচনা সভা

মা ও শিশু স্বাস্থ্য তথ্য বই বিশ্বের ৫০টি দেশে বিতরণ কার্যক্রম শুরু

নভেল চৌধুরী ♦ নিরাপদ প্রসব, মা ও শিশু মৃত্যুর হার কমানোসহ তাদের স্বাস্থ্য সুরক্ষায় ‘মা ও শিশু স্বাস্থ্য তথ্য বই’ এর গুরুত্ব তুলে ধরে রংপুরে আলোচনা সভা হয়েছে। শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় নগরীর গুড হেলথ হাসপাতালের আয়োজনে হাসপাতাল মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন, কানাডা’র টরেন্টো বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ড. সাফি ভ‚ইয়া। গুড হেলথ হাসপাতালের নির্বাহী পরিচালক ডাঃ সৈয়দ মামুনুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ শারমিন সুলতানা, অধ্যাপক শাহী ফারজানা তাসনিম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক শেখ মোঃ সাইদুর রহমানসহ অন্যরা। আলোচনা সভায় ‘মা ও শিশু স্বাস্থ্য তথ্য বইয়ের নির্দেশিকার মাধ্যমে গর্ভবতী, প্রসব উত্তর মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নানা দিক তুলে ধরা হয়। 
সভায় কানাডা’র টরোন্টো বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ড. সাফি ভ‚ইয়া বলেন, বাংলাদেশের অনেক গর্ভবতী মায়েরা জানে না গর্ভকালীন তাদের করনীয় কি। তারা স্বাস্থ্য সেবা নিতে চায় না, কারণ তারা জানে না কি কি সেবা নিতে হয়, কোথায় পাওয়া যায়। আমরা মা ও শিশু স্বাস্থ্য তথ্য বই বিশ্বের ৫০টি দেশে বিতরণ কার্যক্রম শুরু করেছি। আপাতত এক বছরের জন্য তিন হাজার মাকে মা ও শিশু স্বাস্থ্য তথ্য বই দেয়া হবে। সেখানকার ফিডব্যাক অনুযায়ী সরকারী সহযোগিতা নিয়ে একটি আরও বৃহৎ পরিসরে বাস্তবায়ন করা হবে। এটি স্মার্ট বাংলাদেশের স্মার্ট প্রকল্প হবে আশা করছি।