ঈদের ছুটি বাড়ার ঘোষণা আসতে পারে আজ
নিউজডোর ডেস্ক ♦ নির্বাহী আদেশে ঈদুল আজহার ছুটি একদিন বাড়িয়ে চারদিন করা হচ্ছে কি না, সেই সিদ্ধান্ত মন্ত্রিসভা বৈঠক থেকে আসতে পারে আজ সোমবার।
আসন্ন ঈদের ছুটি একদিন বাড়াতে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি যে প্রস্তাব করেছে, সেটি যৌক্তিক বলে মনে করে সরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এ বিষয় নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। সুপারিশটি মন্ত্রিসভায় গেছে। সেখান থেকেই সিদ্ধান্ত আসবে।
ঈদুল ফিতর ও ঈদুল আজহার সরকারি ছুটি তিন দিন হয়ে থাকে। আগামী ২৯ জুন ঈদুল আজহা ধরে ছুটি নির্ধারিত করা হয়েছে ২৮, ২৯, ৩০ জুন। নির্বাহী আদেশে ২৭ জুন ছুটি ঘোষণা হলে এবার ঈদুল আজহায় টানা পাঁচদিন ছুটি পেতে যাচ্ছেনসরকারি চাকরিজীবীরা।