চার বিভাগে ঝড়ের পূর্বাভাস

সারাদেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে

চার বিভাগে ঝড়ের পূর্বাভাস

নিউজডোর ডেস্ক ♦ দেশের চার বিভাগে ঝড়ের আশঙ্কা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে তাপমাত্রা বৃদ্ধিও হতে পারে বলে জানানো হয়। বৃহস্পতিবার (২৩ মার্চ) আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে এ তথ্য জানান।

সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশিআচমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপদক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেতে মাঝারী ধরণের বৃষ্টি অথবা তবজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যান্য স্থানগুলোতে অস্থায়ী আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

এছাড়াও আরও জানানো হয়, সারাদেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।