পেলের নামে প্রতিটি দেশে স্টেডিয়াম তৈরি আহ্বান ফিফা সভাপতির
শিশুরা যাতে ফুটবল সম্রাটের গুরুত্ব বুঝতে পারে সেটা ভেবেই এ প্রস্তাবটি
নিউজডোর স্পোর্টস ডেস্ক ♦ গেল ২৯ ডিসেম্বর সারাবিশ্বকে কাঁদিয়ে পরলোকগমন করেছেন ফুটবল কিংবদন্তি “কালামনিক” খ্যাত পেলে। সে তাঁরা ফুটবল ক্যারিয়োরে মোট ৩টি বিশ্বকাপ জিতেছেন। সোমবার (২ ডিসেম্বর) শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ আনা হয়আজন্মের ক্লাব সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে। সেখানে এই কিংবদন্তির প্রতি শ্রদ্ধানিবেদন করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোওসহ সর্বস্তরের মানুষ।
শ্রদ্ধানিবেদন করে ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো আবেগঘন বক্তব্যে বলেন, আমরা বিশ্বের প্রতিটি দেশকে অনুরোধ করবো, তাদের একটি স্টেডিয়াম যেন পেলের নামে নামকরণ করা হয়। শিশুরা যাতে ফুটবল সম্রাটের গুরুত্ব বুঝতে পারে সেটা ভেবেই তিনি এ প্রস্তাবটি জানান।
তিনি আরও বলেন, পেলে চিরন্তন। রাজার প্রাপ্য সম্মান অবশ্যই ফিফা দেবে। উল্লেখ্য, ৮২ বছর বয়সী কিংবদন্তি পেলে দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারে ভুগছিলেন।