গলাচিপায় পাতিহাঁস পাড়লো ৪টি কালো ডিম
কালো ডিম দেখতে উৎসুক জনতার ভীড়
নিউজডোর ডেস্ক ♦ পাতিহাঁস পেড়েছে কালো ডিম। পটুয়াখালীর গলাচিপা উপজেলাধীন চরবিশ্বাস ইউনিয়নের ক্লোজার বাজরের মোহাম্মাদ সরদারের বাড়ির দেশি জাতের একটি পাতিহাঁস মোটে চারটি কালো ডিম পাড়ে। সেই পাতিহাঁস ও কালো ডিম দেখার জন্য উৎসুক জনতা ছুটে আসেন মোহাম্মাদ সরদারের বাড়িতে ।
কালো ডিম নিয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সজল কুমার দাশ গণমাধ্যমকে জানান, এই হাঁসটি কোনো কারণে বন্ডিং জাতের সঙ্গে ক্রস হতে পারে। তবে কালো ডিম কেন পাড়ছে তা পরীক্ষা না করা পর্যন্ত পরিষ্কার বলা সম্ভব হচ্ছে না।
মোহাম্মাদ সরদার বলেন, আমার স্ত্রী লাইজু আক্তারে ১০টি দেশি জাতের পাতিহাঁস রয়েছে। এরমধ্যে গত চারদিন আগে থেকে পর পর চারটি কালো ডিম পাড়েএকটি হাঁস। আমরা হাঁসগুলোকে স্বাভাবিক খাবারই দিয়েছি, তবুও কেন এমন হলো বুঝতে পারছি না।