লকডাউনেও চলবে বইমেলা
নিউজডোর ডেস্ক ♦ দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে এবং সরকার কর্তৃক লকডাউন নির্দেশনার পরিপেক্ষিতে অমর একুশে বইমেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে প্রতিদিন বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে।
রোববার (৪ এপ্রিল) দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমিন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
দ্বিতীয়বারের মতো করোনার বিস্তার ঠেকাতে আজ (৪ এপ্রিল) দুপুরে ১১ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ।
এর আগে শনিবার (৩ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ৭ দিনের জন্য সারাদেশ লকডাউনে যাওয়ার ঘোষণা দেন।