রংপুরে মানবপাচার প্রতিরোধ এবং দুর্যোগ সতর্কবার্তা বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার ► রংপুরে জেলা পর্যায়ে মানবপাচার প্রতিরোধ এবং দুর্যোগ সতর্কবার্তা বিষয়ক কর্মশালা হয়েছে। সোমবার (২০ জানুয়ারী) জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নেশারুল হক, জেলা মৎস্য কর্মকর্তা ডঃ মুহাম্মদ সালহ্ উদ্দীন কবির, জিইউকের প্রজেক্ট ম্যানেজার মোঃ এরফান মন্ডল, উইনরক ইন্টারন্যাশনালের ট্রেনিং এন্ড স্ট্রেনডিনিং মোঃ তানভির শরীফ ও রিজিওনাল কো-অর্ডিনেটর, মোঃ মিজানুর রহমানসহ অন্যরা।
কর্মশালায় মানবপাচারের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় দ্রুত সতর্কবার্তা পৌঁছানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা এ বিষয়ে মতামত ও সুপারিশ উপস্থাপন করেন এবং সমাধানে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। উইনরক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের আওতায় এ কর্মশালায় বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, মানবপাচার একটি ভয়ংকর সামাজিক সমস্যা, যা সমাজের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে। এটি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও কার্যকর আইনি ব্যবস্থার প্রয়োজন। পাশাপাশি, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালনের মাধ্যমে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় একযোগে কাজ করতে হবে।