রাজশাহীতে শিশু ধর্ষণ চেষ্টা: আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ♦ র্যাবের অভিযানে রাজশাহীর শিশু ধর্ষণের চেষ্টা মামলার আসামী মোঃ নাসিরকে গ্রেফতার করা হয়েছে। নাসির দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ধোবাকল বালাপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে।
সোমবার র্যাব-১৩ এর কোম্পানী কমান্ডার হাফিজুর রহমান বলেন, রংপুর র্যাব-১৩ ও রাজশাহী র্যাব-৫ এর চৌকস দল ১৭ এপ্রিল রাতে ১১টায় রাজশাহীর গোদাগাড়ী মোহনপুর থেকে নাসিরকে গ্রেফতার করে। শিশু ধর্ষণ চেষ্টা মামলার হওয়ার পর সে রাজশাহীতে তার খালু সিরাজুল ইসলামের বাড়িতে গাঢাকা দিয়ে আত্মগোপনে ছিল।