মৃত্যুর পর গলায় ব্যান্ডেজ বেঁধে ফিরে এলো জবা!

নিউজডোর বিনোদন ডেস্ক ♦ ভারতীয় বাংলার বহুল আলোচিত ধারাবাহিক নাটক “কে আপন কে পর”- এর মূল চরিত্র জবা সেনগুপ্ত।
নাটকটির একপর্বে দেখানো হয় জবার স্বামী বিশান ও জা তন্দ্রা তাকে একটি নির্জন জায়গায় নিয়ে বলি দিয়ে দেয়। এতে জবার মৃত্যু হয় তবে সবাইকে অবাক করে গলায় ব্যান্ডেজ বেঁধে জবা ফিরে আসে।
দর্শকরা এই দৃশ্য দেখে জবাকে নিয়ে আরও বেশি ট্রল করছে। তবে এ ঘটনা নতুন নয়। এর আগেও জবার বোমা ডিফিউজ করা, রাতারাতি পড়াশোনা করে উকিল হওয়া এবং তারপর বিচারক হয়ে যাওয়া নিয়ে ব্যাপক ট্রল হয়েছে নেট দুনিয়ায়।