দিনাজপুরে শিশু কিশোরদের কবিতা আবৃত্তি প্রতিযোগিতার উদ্বোধন
মোঃ আরমান হোসেন ♦ ১৭ ফেব্রুয়ারি বুধবার দিনাজপুর নাট্য সমিতির মিলনায়তনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুরের আয়োজনে অমর একুশে ফেব্রুয়ারি-২০২১ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশু কিশোরদের আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর এর ভারপ্রাপ্ত সভাপতি শাহাজাহান নভেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আবৃত্তি প্রতিযোগিতার উদ্বোধন করেন বৃহত্তর দিনাজপুর সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এ্যাড. জাকিয়া তাবাস্্সুম জুঁই এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সম্পাদক ও মুখোপাত্র কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ঢাকার মোঃ মনিরুজ্জামান জুয়েল, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর এর সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সবুর, সাবেক কমিশনার হারুনুর রশিদ রাজা। স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর এর সাধারণ সম্পাদক আবুল কাশেম লিটন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন আবৃত্তি প্রতিযোগিতার আহবায়ক শেখ সগির আহমেদ কমল।
প্রধান অতিথি দিনাজপুর সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এ্যাড. জাকিয়া তাবাস্্সুম জুঁই এমপি আবৃত্তি প্রতিযোগিতার উদ্বোধন করতে গিয়ে বলেন, ভাষা আন্দোলনের ইতিহাস আমাদের প্রজন্মদের জানাতে হবে। আমার বিশ্বাস আজকের এই ক্ষুদ্র আবৃত্তিকারগণ একদিন বড় আবৃত্তিকার হিসেবে দেশ ও জাতির মুখ উজ্জল করবে। বাঙ্গালী জাতির গর্বের এই দিন একুশে ফেব্রুয়ারি। পৃথিবীতে এমন কোন দেশ নেই যে ভাষার জন্য এত রক্ত দিতে হয়েছে। তাই আমরা একুশে ফেব্রুয়ারি এলে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমাদের মত সারা বিশ্বেও এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হবে। উক্ত আবৃত্তি প্রতিযোগিতায় প্রায় ১০০ জন ক্ষুদে আবৃত্তিকার অংশগ্রহণ করে। আগামী ২০ ফেব্রুয়ারি দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে পুরস্কার বিতরণ করবেন প্রধান অতিথি নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি।