এ জয়ও যেন হতাশার কথা বলে
নিউজডোর স্পোর্টস ডেস্ক ♦ জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল টাইগাররা। তবে জয়ের পরেও পয়েন্ট টেবিলে ৩ নম্বরে অবস্থান বাংলাদেশের। আফগানদের মাত্র ১৫৬ রানে আটকে দিয়েও পয়েন্ট টেবিলে এক নম্বরে নিজেদের অবস্থান রাখতে পারেনি টাইগাররা।
জয় নিয়েও পয়েন্ট টেবিলের ৩ নম্বরে থাকার কারণ হলো রান রেট। যদিও টাইগারদের দাপুটে বোলিংয়ের কারণে খুব কম রানে আফগানদের আটকানো সম্ভব হয়েছে। তবে সে ১৫৭ রান তাড়া করতে টাইগারদের প্রয়োজন হয়েছে ৩৪ ওভার ৪ বল অর্থ্যাৎ ২০৮টি বল। ফলে রান রেটে নিউজিল্যান্ড ও পাকিস্তানের চেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
মাত্র ১৫৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ১৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিম (১৩ বলে ৫ রান) রানআউটের ফাঁদে পড়েন। এরপর আফগান বোলার ফজলহক ফারুকী দলীয় ২৭ রানে ফেরান আরেক ওপেনার লিটন দাসকে। ফারুকীর অফ স্টাম্পের বাইরে ক্লাসিক শটে গিয়েছিলেন লিটন। কিন্তু বল ভেতরে-প্রান্তে গিয়ে লেগে যায় লেগ-স্টাম্পে। লিটনের ইনিংস শেষ হয় ১৮ বলে ১৩ রানে। এরপর দলের হাল ধরেন শান্ত ও মিরাজ।