রংপুর জেলা ছাত্রলীগের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সেহরীর খাবার বিতরন

রংপুর জেলা ছাত্রলীগের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সেহরীর খাবার বিতরন

স্টাফ রিপোর্টার ♦ করোনা ভাইরাসের উর্ধ্বমূখী সংক্রমণে চলমান লকডাউনে রংপুর জেলা ছাত্রলীগের মানবিক কার্যক্রম অব্যহত রেখেছে। বৃহস্পতিবার মধ্য রাতে নগরীর তাজহাট দৃষ্টিপ্রতিবন্ধী হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এ সেহরীর খাবার বিতরন করেন, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি।

এরপর তিনি নগরীর চক বাজার এলাকার বস্তি, শাপলা চত্ত্বরের রাস্তার ধারে শুয়ে থাকা ছিন্নমূল মানুষের মাঝে সেহরীর খাবার বিতরন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, রংপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেরে জাহান শাওন, সাংগঠনিক সম্পাদক আবু হোসেন, মোহাইমিনুল রহমান চৌধুরী মিথুন, উপ-প্রচার সম্পাদক নাহিদ হাসান, স্বাস্থ্য সম্পাদক ইয়াসির আরাফাত শুভ, স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সজিব, ছাত্রলীগ নেতা আল শাহরিয়ার, মেহেদী হাসান জিম, কিম শাওন, মাহফুজার রহমান রাকিব, নয়ন ইসলাম, তৌহিদ, রেজুয়ানুর রহমান রিদয়সহ অন্যরা। 

মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, দেশের এ সংকটময় পরিস্থিতিতে আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে। সমাজের বিত্তবাণরা যদি অস্বচ্ছল, কর্মহীন মানুষদের পাশে দাঁড়ায় তবে লকডাউন-রমজানে মানুষের দূর্ভোগ কমবে। মানুষকে ঘর থেকে বের হতে হবে না।