দিনাজপুর সদরেই একদিনে করোনায় আক্রান্ত ৬০ জন

দিনাজপুর সদরেই একদিনে করোনায় আক্রান্ত ৬০ জন

মোঃআরমান হোসেন (দিনাজপুর) ♦ দিনাজপুরে করোনায় আক্রান্তের সংখ্যা আবারো বেড়েছে গত ২৪ ঘন্টায় নতুন করে ৭৬ জন আক্রান্ত এরমধ্যে দিনাজপুর সদরে ৬০ জন আক্রান্ত হয়েছেন নিয়ে জেলায় এখন পর্যন্ত ৬৪৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন

একই সময়ে নতুন ১৫ জনসহ পর্যন্ত ৫৬৯৫ সুস্থ হয়েছেন আর পর্যন্ত ১৪৪ জনের মৃত্যু হয়েছে তবে ৬৪৪৩ জনের মধ্যে ৫৬৯৫ সুস্থ ১৪৪ জনের মৃত্যু হওয়ায় বর্তমানে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত রোগির সংখ্যা রয়েছে ৬০৪ যা আগের দিন ছিল ৫৪৩ জন

দিনাজপুর সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ জানান, বুধবার (১৬ জুন) সকাল ১০টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে ৭৬ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৭৬ জনের মধ্যে জন ফলোআপ পজিটিভ নিয়ে এখন পর্যন্ত আক্রান্ত রোগির সংখ্যা পৌঁছেছে ৬৪৪৩ জনে

নতুন আক্রান্ত ৭৬ জনের মধ্যে সদর উপজেলাতেই ৬০ জন এছাড়া বিরলে একজন, বিরামপুরে একজন, বীরগঞ্জে একজন (রেট+), বোচাগঞ্জে জন (রেট+), চিরিরবন্দরে জন, ফুলবাড়ীতে দুইজন, ঘোড়াঘাটে একজন নবাবগঞ্জ উপজেলায় একজন একই সময়ে নতুন আরো ১৫ জনসহ পর্যন্ত ৫৬৯৫ জন সুস্থ হয়েছেন আর পর্যন্ত জেলায় ১৪৪ জনের মৃত্যু হয়েছে

বুধবার আক্রান্তের হার ছিল ৩৮ দশমিক ৯৭ শতাংশ যা আগের দিন ছিল ৩২ দশমিক শতাংশ

সিভিল সার্জন আরও জানান, সদর উপজেলার পৌর শহরের উপশহর, নিমনগর, কালিতলা, রামনগর, ঘাসিপাড়া, পুলহাট, পাটুয়াপাড়া, শেখপুরা, ফুলবাড়ী বাসস্ট্যান্ড, চাউলিয়াপট্টি, পাহাড়পুর, মুন্সিপাড়া, টিএন্ডটি রোড, মালদহপট্টি, হাউজিং মোড়, মাসিমপুর, জালালপুর প্রভৃতি এলাকায় সবচেয়ে বেশি কোভিড-১৯ পজিটিভ রোগি (করোনা রোগী) শনাক্ত হয়েছেন দিনাজপুরে মোট আক্রান্ত ৬৪৪৩ জনের মধ্যে সদর উপজেলায় সবচেয়ে বেশী ৩৬৮৪ জন এছাড়া বিরলে ৩৫৩, বিরামপুরে ৩৭৯ জন, বীরগঞ্জে ১৮৫ জন, বোচাগঞ্জে ১৭৪ জন, চিরিরবন্দরে ২৫৭ জন, ফুলবাড়ীতে ২১৬ জন, ঘোড়াঘাটে ৯৬ জন, হাকিমপুরে ১৩৫ জন, কাহারোলে ১৭৪ জন, খানসামায় ১২৭ জন, নবাবগঞ্জে ১৬৪ পার্বতীপুর উপজেলায় ৪৯৯ জন মোট মৃত ১৪৪ জনের মধ্যে সদর উপজেলায় ৭১, বিরলে জন, বিরামপুরে ১০ জন, বীরগঞ্জে জন, বোচাগঞ্জে জন, চিরিরবন্দরে ১২ জন, ফুলবাড়ীতে জন, হাকিমপুরে একজন, কাহারোলে জন, খানসামায় জন, নবাবগঞ্জে জন পার্বতীপুর উপজেলায় ১১ জন তবে জেলার ১৩টি উপজেলার মধ্যে ঘোড়াঘাট উপজেলায় এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় ২০২টিসহ পর্যন্ত ৪৬২১৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে আর গত ২৪ ঘন্টায় মোট ১৯৫টিসহ (আরটি পিসিআর-১৭০টি, রেট-১৫টি) পর্যন্ত ৪২৮০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে ছাড়া গত ২৪ ঘন্টায় ২৩০জনসহ ৩৫৭০৯ জন কোয়ারেন্টাইন নেয়া হয়েছে এবং ৯০ জনসহ ৩৪৫৭৪ জন কোয়ারেন্টাইন হতে ছাড় পেয়েছেন