তিন দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

তিন দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল
ছবি: সংগৃহীত

নিউজডোর ডেস্ক ♦ বগুড়ায় তিন দাবি নিয়ে বিক্ষোভ করেছে জামায়াত ইসলামী। সোমবার ( ২৫ সেপ্টেম্বর) সকালে মিছিলটি শহরের কারবালা এলাকা থেকে বের হয়ে চরমতায় এসে শেষ হয়।  দলটির তিন দফা দাবিগুলো হলো:  তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, জামায়াতে ইসলামীর আমিরসহ গ্রেফতারকৃত সব নেতাকর্মীদের মুক্তি ও তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার।

সমাবেশে জামায়াত নেতা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল সরকারের পদত্যাগ দাবি করে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান। ছাড়া সংগঠনের আমির ডা.শফিকুর রহমানসহ নেতাকর্মীরা মুক্তি মামলা প্রত্যাহারের দাবি জানান।

বিক্ষোভ মিছিল সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া শহর জামায়াতে ইসলামীর আমির সভাপতি আবিদুর রহমান সোহেল। সময় জামায়াতে ইসলামীর বগুড়া শহর শাখার বিভিন্ন ওয়ার্ড ছাত্র শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, জামায়াত মিছিল বা সমাবেশের কোনো অনুমতি নেয়নি। ঘটনায় কাউকে আটক করা হয়নি।খবর: সমকাল