রংপুরে কতদিন চলবে বৃষ্টি, জানালো আবহাওয়া অফিস

রংপুরে কতদিন চলবে বৃষ্টি, জানালো আবহাওয়া অফিস

স্টাফ রিপোর্টার ♦ টানা দু’দিনের টানা বৃষ্টিতে নাকাল রংপুরবাসী। নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে উঠেছে পানি। ভরে গেছে শ্যামাসুন্দরী খাল। নগরীর কয়েকটি এলাকায় ঘরে ঘরে ঢুকে পড়েছে পানি। অবিরাম বৃষ্টিতে অসহনীয় ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছেন না। এ যেন ব্যস্ত রংপুরের ভিন্ন চিত্র। টানা বৃষ্টি ও আবহাওয়ার পরিবর্তনের কারণে জ¦র-সর্দিতে ভুগছে শিশুরা। রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টা থেকে রোববার ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় রংপুর বিভাগের পাঁচ জেলায় ১ হাজার ২৩৭ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর মধ্যে রংপুর জেলায় ১৬২ মিলিমিটার এবং নীলফামারীর সৈয়দপুরে ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৪১৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, টানা দু’দিন ধরে রংপুরে বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টি আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।  রংপুর সদর পাগলাপীর এলাকার দিনমজুর জাহিদুল ইসলাম বলেন, মুই দিন আনি, দিন খাওঁ। সারাদিনের এই ঝড়িত কামোত যাবার নাই পাং। বাড়িত আগের বিষ্কুট আছলো তায় সবায় খাইছি, এলা দুপুরে যে কি খামো সেই চিন্তায় আছি। এদিকে টানা বৃষ্টির কারণে বসে বসে সময় পাড় করতে হচ্ছে ব্যবসায়ীদের। রংপুর নগরীর পায়রা চত্বর এলাকার দোকানদার শমসের আলী জানান, অন্যান্য দিনে ভিড় থাকলেও আজ সকাল থেকে গ্রাহকের দেখা নেই। দোকানের সামনের রাস্তায় পানি জমে গেছে। এজন্য অনেক ব্যবসায়ী আজ দোকান খোলেননি।