আল কুরআনকে কি কুরআন শরীফ বলা যাবে: আজহারী

আল কুরআনকে কি কুরআন শরীফ বলা যাবে: আজহারী

নিউজডোর ডেস্ক ♦ পবিত্র আল কুরআনকে আমরা প্রচলিত “কুরআন শরীফ” বলে থাকি। তবে কুরআন শরীফ বলা যাবে কি না এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। তার ভেরিফাইড ফেসবুক পেইজে এ নিয়ে একটি ভিডিও পোস্ট করেন।

ভিডিওতে তিনি বলেন, আমাদের পবিত্র আল কুরআনকে আমরা বেশিরভাগ মানুষ কুরআন শরীফ বলে থাকি। যার অর্থ খারাপ নয়। এ শব্দটি সম্মানের। তবে মহান আল্লাহ তায়ালা আল কুরআনে কোথাও কোরআন শরীফ বলেন নি। বিভিন্ন আয়াতে তিনি কুরআনুল কারীম, কুরআনুল মাজিদ বলেছেন।

তিনি আরও বলেন, কোরআন শরীফ বলার পাশাপাশি আল কুরআনের অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। সেই নামগুলোও আমাদের ব্যবহার করতে হবে। যে নামগুলোতে আমরা অভ্যস্ত নই, সেই নামগুলোরও অভ্যাস করতে হবে।

তিনি বলেন, আল্লাহ্‌ তায়ালা আল-কুরআনকে যেসকল অর্থবহ নামে অভিহিত করেছেন তা সর্বসাধারণের মাঝে পরিচিত না। অথচ ঐসকল নামের তাৎপর্য এত বেশি যে, ছোট্ট একটা নামের মাঝেই গোটা কুরআনের পরিচয়, উদ্দেশ্য, প্রয়োজনীয়তা ও ব্যাপকতা এক নিমিষেই ফুটে উঠে। তাই আসুন, প্রচলিত ধারার পাশাপাশি আল্লাহর কুরআনকে আল্লাহর দেওয়া নামে সম্বোধন করার প্রচলন শুরু করি।