জরুরী ঔষধ নিয়ে ফিলিস্তিনি মুসলিমদের পাশে চলো স্বপ্ন ছুঁই

জরুরী ঔষধ নিয়ে ফিলিস্তিনি মুসলিমদের পাশে চলো স্বপ্ন ছুঁই

এহসানুল হক সুমন ♦  জরুরী ঔষধ নিয়ে ফিলিস্তিনি মুসলিমদের পাশে দাঁড়িয়েছে রংপুরের স্বেচ্ছাসেবী সংগঠন চলো স্বপ্ন ছুঁই। বুধবার দুপুরে ফিলিস্তিন দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিন রাস্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের পক্ষে তার প্রতিনিধির হাতে উপহার স্বরুপ ৫০ হাজার ঔষধ তুলে দেন চলো স্বপ্ন ছুঁই এর প্রতিষ্ঠা মুহতাসিম আবশাদ জিসান ও সহ-প্রতিষ্ঠাতা তানজিম আলম তাসিন। ফিলিস্তিনি মুসলিমদের প্রতি ভালোবাসা দেখে চলো স্বপ্ন ছুঁইয়ের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত।  

চলো স্বপ্ন ছুঁই এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহতাসিম আবশাদ জিসান বলেন, ইসরায়িলিরা ফিলিস্তিনি মুসলিমদের উপর নারকীয় তান্ডব চালিয়েছে। এতে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানিসহ অনেকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। ধ্বংসস্তুতে পরিণত করা হয়েছে ফিলিস্তিনের নগর-জনপদকে। আমরা প্রথমে এক লাখ ঔষধ পাঠানোর উদ্যোগ নিলেও পরবর্তীতে দূতাবাস থেকে আমাদেরকে সময় স্বল্পতার বিষয়টি জানানো হলে আমরা যতটুকু সংগ্রহ হয়েছিলো তাই তাদের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করি।