৪৪ হজযাত্রীর টাকা আত্মসাত: এজেন্সী মালিক গ্রেফতার

৪৪ হজযাত্রীর টাকা আত্মসাত: এজেন্সী মালিক গ্রেফতার

নিউজডোর ডেস্ক ♦ ৪৪ জন হজযাত্রীকে সৌদি আরবে না পাঠিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সাজিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেল এজেন্সীর মালিক অহিদুল ইসলাম ভুঁইয়াকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (১৩ আগস্ট) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর থেকে তাকে গ্রেফতার করা হয়।

এতথ্য নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, রাজধানীর কুড়িল এলাকার সাজিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মালিক অহিদুল আলম ভূঁইয়া, তার ছেলে সাজিদুল ইসলাম শ্যালক ৪৪ জনের কাছ থেকে ২০২৩ সালে হজে সৌদি আরব পাঠানোর টাকা নেন। শফিকুল ইসলাম। . কিন্তু হজে পাঠানোর পরিবর্তে তারা জালিয়াতি করে প্রায় কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে চলে যায়।

্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি অহিদুল আলম ভূঁইয়া টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন।