তিস্তার পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার উপরে

পাঁচ হাজারেরও বেশি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্থ

তিস্তার পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার উপরে

নিউজডোর ডেস্ক ♦ কয়েকদিনের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে তিস্তার পানি বিপদসীমার ২০সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে ডিমলা উপজেলা ও জলঢাকা উপজেলার ১৫টি গ্রামের প্রায় পাঁচ হাজারেরও বেশি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) সকাল ৬ টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহের উচ্চতা রেকর্ড হয়েছে ৫২ মিটার ৩৫ সেন্টিমিটার, যেখানে বিপদসীমা রয়েছে ৫২ মিটার ১৫ সেন্টিমিটার। অর্থ্যাৎ বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে বইছে তিস্তার পানি।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পনি পরিমাপক নুরুল ইসলাম জানান, কয়েকদিনে ধরেই তিস্তার পানি বাড়ছে-কমছে। রোববার সন্ধ্যায় পর্যন্ত পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও সকাল ৬টা থেকে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

ডিমলা উপজেলার খলিশা চাম্পানি েইউনিয়নের চেয়ারম্যান শহিদুজ্জামান সরকার জানান, চর এলাকায় পানি বেড়ে বন্যার সৃষ্টি হয়েছে। আটকে পড়া মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে।