পাটুরিয়ায় ফেরিডুবি: উদ্ধার-১০, নিখোঁজ ১

পাটুরিয়ায় ফেরিডুবি: উদ্ধার-১০, নিখোঁজ ১

নিউজডোর ডেস্ক ♦ ঘন কুয়াশায় মানিকগঞ্জের পাটুরিয়ায় নম্বর ফেরি বাল্কহেডের ধাক্কায় একটি ফেরি ডুবে গেছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ফেরির নাম 'রজনীগন্ধা' ফেরি ডুবির ঘটনায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে চারজন লেকে সাঁতার কাটে। আর ছয়জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে একজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, ডুবুরি ফায়ার সার্ভিসের সদস্যরা ডুবে যাওয়া ফেরি উদ্ধারে কাজ করছেন।

তিনি বলেন, ঘন কুয়াশার মধ্যে দেখতে না পেয়ে একটি বাল্কহেড ফেরিতে ধাক্কা মারে এবং ফেরিটি ডুবে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা অফিসের বাণিজ্যিক বিভাগের ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, ডুবে যাওয়া ফেরিতে নয়টি ট্রাক ছিল।

জেলা প্রশাসক রেহেনা আক্তার প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।