শীতের সাথে এবার বৃষ্টির শংঙ্কাও জানালো আবহাওয়া অফিস

শীতের সাথে এবার বৃষ্টির শংঙ্কাও জানালো আবহাওয়া অফিস

নিউজডোর ডেস্ক ♦ কুয়াশার চাদরে ঢেকে আছে সারা দেশ। তীব্র শীত ও হিমেল বাতাসে যখন বিপর্যস্ত জনজীবন, তখন আবারও খারাপ খবর জানালো আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস বলছে, আগামী তিন দিন যশোর, কুষ্টিয়া, খুলনা, পাবনাসহ অন্তত ৪০টি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, আকাশে মেঘ ঘনীভূত হওয়ায় ১৭, ১৮ ১৯ তারিখে দেশের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির শংঙ্কা রয়েছে। সময় দিন রাতের তাপমাত্রা বাড়বে। তবে ২০ তারিখের পর আবার তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়াবিদ আবদুর রহমান আরও জানান, দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সিলেটের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দশমিক ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় ১৩ দশমিক ডিগ্রি সেলসিয়াস।