আরও শক্তিশালী হলো বাংলাদেশের পাসপোর্ট

অন্যদিকে জাপান হারাল শীর্ষ স্থান

আরও শক্তিশালী হলো বাংলাদেশের পাসপোর্ট

নিউজডোর ডেস্ক ♦ বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও এগিয়ে গেল বাংলাদেশ। যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত সাম্প্রতিক সূচকে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ৯৬তম। যা একই প্রতিষ্ঠানের করা আগের সূচকের চেয়ে ধাপ এগিয়ে।

মঙ্গলবার প্রকাশিত নতুন সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়া বিশ্বের ৪০টি দেশ বা স্বায়ত্তশাসিত অঞ্চলে ভ্রমণ করতে পারবেন।

সূচকে জাপানি পাসপোর্ট তালিকার শীর্ষে ছিল, কিন্তু মঙ্গলবার প্রকাশিত সূচকে জাপান তার শীর্ষস্থান হারিয়েছে। নতুন সূচকে সাতটি দেশের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে জাপানের পাসপোর্ট। তবে তালিকায় শীর্ষে রয়েছে এশিয়ার আরেক দেশ সিঙ্গাপুর। দেশের নাগরিকরা অগ্রিম ভিসা ছাড়াই বিশ্বের ১৯৩টি দেশ অঞ্চল ভ্রমণ করতে পারবেন।

সূচকে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি, ইতালি স্পেনের পাসপোর্ট। অন্যদিকে, আফগানিস্তানের পাসপোর্ট সূচকের তলানিতে রয়েছে।